শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হুহু করে বেড়েই চলেছে। গত দু’দিনে নতুন করে ১২ জন শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আজ বুধবার দুপুরে পর্যন্ত ৬জন সংক্রামিত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়।
এ দিকে সচেতনতা বৃদ্ধি ও সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে করোনার দ্বিতীয় ওয়েভের বিধিনিষেধ মানছে না অনেকেই।
করোনার প্রাদুর্ভাব দিন দিন বাড়তে থাকার পরও করোনা সচেতনতায় সাধারণ মানুষ অনেকটাই অসেচতনভাবে ঘোরাফেরা ও কেনাকাটা করছে।
করোনা আক্রান্তের হার বাড়লেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার ও মুখে মাস্ক ব্যবহারের কোন বালাই এ উপজেলায় ।
মানুষজন মাস্ক ছাড়াই বাজার ঘাটে চলাচল করছে, প্রশাসনেরও নেই কোন নজরদারি।