শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
বার্তা ডেস্কঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের বাসিন্দা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান (৬৫) শনিবার ভোর সাড়ে ৪টায় ঢাকার আগারগাওযের নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হযে) মারা গেছেন (ইন্নাল্লিলাহ …….রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
আসর নামাজ বাদ জানাজা শেষে বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে তালগাছিয়া বড় হাওলাদার বাড়ি পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মরহুম বীরমুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান মৃত সিরাজ উদ্দীনের ছেলে।
তাকে গার্ড অনার দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, বীরমুক্তিযোদ্ধাবৃন্দসহ নানা শ্রেনী মানুষ।