বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিনাপিানি বাজার সংলগ্ন দক্ষিণ বলতলা গ্রামের নিজ বসতঘর থেকে ফজলুল কবির সিকদার(৫৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় কাঠালিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। মৃত ফজলুল কবির সিকদার ওই গ্রামের মৃত নুর মোহাম্মদ সিকদারের ছেলে এবং বিনাপারি বাজারের ব্যবসায়ী হাসান সিকদারের ভাই।
কাঠালিয়া থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন আলম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার( রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, ফজলুল কবির সিকদার বাড়িতে একা বসবাস করতেন এবং স্থানীয় বিনাপানি বাজারের হোটেলে খাওয়া দাওয়া করতেন। তার দুই ছেলে ও স্ত্রী ঢাকায় থাকেন। পার্শ্বের বাসিন্দারা মরদেহের গন্ধ পেয়ে আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ঘরের আড়ার সাথে গামছা বেঁধে ফাঁস দেয়া হাটু ভাঙ্গা অবস্থায় তার লাশ ঝুলছে। মরদেহটি পচে গেছ এবং পোকায় ধরছে। ধারণা করা হচ্ছে ২/৩ দিন পূর্বে মৃত্যুর ঘটনা ঘটেছে।
কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন আলম জানান, ঘরের আড়ার সাথে গামছা বাঁধা ফাঁস দেয়া অবস্থায় তার লাশ ঝুলছিল। লাশটি পচে গেছ এবং পোকায় ধরছে। ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগের ঘটনা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।