বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তালতলা বাজার বধ্যভূমিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় পুস্পস্তাবক করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা আওয়ামীলীগ। এসময় তালতলা বাজারের বধ্যভূমি সংলগ্ন আরচালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগেে সভাপতি বীরমুক্তিযাদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার অতনু কিশোর দাস মুন, সাংবাদিক অধ্যাপক মো. আবদুল হালিম, মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন মৃধা প্রমূখ।