শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় প্যাথেড্রিন ইনজেকশন গ্রহন অবস্থায় মাদকাশক্ত শিক্ষক আতিকুর রহমানকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাঠালিয়া-বামনা-পাথরঘাটা আঞ্চলিক সড়কের আমুয়া বন্দরের তুষার চত্বরের উত্তর পাশের্^র কালভার্টের ওপর থেকে প্যাথেড্রিন ইনজেকশন গ্রহন অবস্থায় তাকে আটক করে।
আটককৃত আতিকুর রহমান ছোনাউটা চাঁদ মিয়া ফাযিল মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ও ছোনাউটা গ্রামের মৃত মাওলানা আলতাফ হোসেন জমাদ্দারের ছেলে।
মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুর রহমান বিশ^াস জানান, ওই শিক্ষকের আগে থেকেই এ নিয়ে একটু সমস্যা ছিল। আমরা সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে মাদকাশক্ত। তাকে মাদক গ্রহন অবস্থায় আটক করা হয়েছে। তাকে রিহাবে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।