বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

কাঠালিয়ায় পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত

কাঠালিয়ায় পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত

কাঠালিয়ায় পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পৃথকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলাদাভাবে পুষ্পস্তাবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত করে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিতত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদুউজ্জামান বদু সিকদার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব ও থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তরুন সিকদার, আওয়ামী লীগ নেতা সাবেক অধ্যক্ষ মো. আবুল বসার বাদশা ও ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন প্রমূখ।

আরও পড়ুন : কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

এর আগে একই অডিটরিয়ামে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধন অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। বিশেষ অথিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, ইউপি চেয়ারম্যান শিশির দাস ও বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দার প্রমূখ।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana