শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশের উদ্যোগে করোনাকালীন সময়ে গণসচেতনতায় প্রচার-প্রচারনা অব্যহত রয়েছে।
বুধবার (৭ এপ্রিল) কাঠালিয়া থানা পুলিশ দিনব্যাপী উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ ও প্রচার-প্রচারনা চালাতে দেখা যায়।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নির্দেশক্রমে লক ডাউনে স্বাস্থ্য বিধি মেনে থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় এ সচেতনামূলক প্রচার অভিযান চালান।
এসময় পুলিশের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ, অপ্রয়োজনে ঘর থেকে বেড় না হওয়া ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানানো হয় এবং মাস্কবিহীন পথচারীকে মাস্ক পড়িয়ে দেয়া হয়।