শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

কাঠালিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কাঠালিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের তিন ঘন্টাপর নিজ বাড়ীর পুকুর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা গাজী আবদুর রউফের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গাজী বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত গাজী আবদুর রউফ (৭৮) উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের বাসিন্ধা ও ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বানাই রাবেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বীরমুক্তিযোদ্ধা ছিলেন।
নিহতে স্ত্রী সাবেক ইউপি মেম্বার হোসনেয়ারা গাজী জানান, দুপুরে (২টার দিকে) বাড়ীর সামনের পুকুরে গোসল করতে যায় তার স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুর রউফ। দীর্ঘ সময় ঘরে ফিরে না আসায় পুকুর পারে যায় খুজতে যান। পুকুরের পারে জুতা এবং লুঙ্গি গামছা পরে থাকতে দেখেন তিনি। বহু খোঁজাখুজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘসময় পুকুরে তল্লাসী চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি স্ত্রী এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana