মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নানা আয়োজনে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পার্ঘ অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজরুল কবির পারভেজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাঈদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মাসুদ খান প্রমুখ। বিকাল ৪টায় উপজেলা অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।