রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
শোক সংবাদ
মো. আরজ আলী মাস্টার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস এম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজের পিতা মো. আরজ আলী সিকদার ওরফে আরজ আলী মাস্টার বার্ধক্যজণিত কারণে শনিববার সন্ধ্যা ৬টায় বরিশালের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর। তিনি চার ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রহী রেখে গেছেন। রোবাবর বিকেল তিনটায় স্থানীয় শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে উত্তর চেঁচরী গ্রামের বাড়িতে পারিবারিক করববস্থানে তাঁকে দাফন করা হয়।
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।
শোক সংবাদ
মাহমুদা বেগম
ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল এ শাশুরী ও উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের সমাজসেবক মৃত মোতালেব খানের স্ত্রী মোসা. মাহমুদা বেগম (৬০) শনিবার সন্ধ্যা ৭টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রজিউন)। তিনি দীর্ঘদিন শ^াসকষ্ট, কিডনী ও লিভার সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোববার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক করববস্থানে তাঁকে দাফন করা হয়।