শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

কাঠালিয়ায় তিনটি সেতুর উদ্বোধন

সাকিবুজ্জামান সবুর:

ঝালকাঠির কাঠালিয়ায় তিনটি সেতুর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে একশটি সড়ক সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় তালগাছিয়া, কচুয়া ও কাঠালিয়া সেতুর উদ্বোধন করা হয়। সেতুগুলো উদ্বোধন উপলক্ষ্যে রংবেরঙের বেলুন ও পতাকা টানিয়ে সাজসজ্জা করা হয়।

জানাযায়, ঝালকাঠি-রাজাপুর-কাঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা সড়কে সবচেয়ে বড় ৮৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ তালগাছিয়া সেতু। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি ২০ লাখ টাকা। একই সড়কে কচুয়া সেতু ৫৪ দশমিক ৫৬০মিটার ও কাঠালিয়া সেতু ৭৯ দশমিক ০৩০ মিটার দৈর্ঘ্যের নির্মাণ করা হয়েছে। কাঠালয়ার ৩টি ও রাজাপুরের ১টিসহ মোট ৪টি সেতুর নির্মাণ ব্যয় হয়েছে ৪৫ কোটি টাকা।

ঝালকাঠি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন কাঠালিয়া বার্তাকে জানান, ঝালকাঠির কাঠালিয়ায় ৩টি ও রাজাপুরে ১টি সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৪৫ কোটি টাকা। সোমবার বেলা ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুগুলো গণভবন থেকে উদ্বোধন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana