মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৩ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম। প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মোমেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহফুজ। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল প্রমূখ।
প্রশিক্ষনে অফিসার, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সুধী ও ধুমপান বিরোধী কমিটির সদস্যসহ ৩৫ জন অংশ গ্রহন করেন।