শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে ফিটা কেটে মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন প্রমূখ। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মেলা উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মাঠে মেলা প্রঙ্গনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ফিটা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলা বিভিন্ন সরকারি-বেসকারি দপ্তর, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠান অংশনেয়।