মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.কামরুল ইসলাম, আত্মকর্মী মর্জিনা বেগম, মো. আবদুল্লাহ আল মামুন প্রমূখ। এসময় উপজেলার সকল কর্মকর্তা, যুব ও যুবতি সহ নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিথ ছিলেন।