শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জর্ডান প্রবাসী এক নারীর গাছ কেটে নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারন করায় ওই নারীর গলার চেইন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৩১ মার্চ) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গতকাল বুধবার প্রবাসী নারী মাকসুদা বেগম (৫০) বাদী হয়ে শাহআলমসহ চারজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামের মৃত মুনসুর আলীর কন্যা প্রবাসী মাকসুদা বেগমের সাথে জমিজমার বিরোধ চলছে একই এলাকার শাহআলম মিয়ার। গত শুক্রবার সকাল সারে ১০টার দিকে পাকা ভবন নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী কিনতে পাশর্^বর্তী রাজাপুর উপজেলার মীরের হাট যাচ্ছিলেন প্রবাসী মাকসুদা বেগম। এসময় দেখতে পান তার কেনা জমির গাছ কেটে নিয়ে যাচ্ছে শাহআলম, তার ছেলে নিজাম ও শাহআলমের মামা নুর মোহাম্মদ। গাছ কাটার এ দৃশ্য মোবাইল ফোনে ধারন করছিল প্রবাসী মাকসুদা বেগম। এসময় মাকসুদার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে শাহআলমের স্ত্রী শাহিনুর বেগম। এ নিয়ে ধ্বধস্তির এক পর্যায় মাকসুদার গলার স্বর্নের চেইন ছিনিয়ে নেয় শাহিনুর বেগম। মাকসুদা বেগম আভিযোগে আরো উল্লেখ করেন, তার হাত ব্যাগের ভিতর থাকা নির্মাণ ইট, বালু, রড সিমেন্ট কেনার ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষরা।
এ ব্যাপারে শাহআলম মিয়া জানান, মাকসুদার ফুফা আঃ ছোমেদের কাছ থেকে তারা জমি কেনেন। সেই জমির গাছ কাটতে গেলে বাঁধা দেয় মাকসুদা বেগম, স্বর্নের চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা বলে দাবী করেন শাহআলম।
এ বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।