সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাটির কাঠালিয়ায় গাঁজা সেবনের দায়ে মো. আব্দুল গফ্ফার (১৯) নামের এক যুবককে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল গফ্ফার উপজেলার উত্তর চড়াইল গ্রামের মো. নুরুজ্জামান মুন্সীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, রাতে এসআই মো. কামরুজ্জামানের নের্তৃত্বে পুলেশের একটি দল মুন্সীরাবাদ এলাকায় অভিযান চালায়। এসময় মো. আব্দুল গফ্ফারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গাঁজা সেবনের দায়ে তাকে ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়।