মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

কাঠালিয়ায় গরু জবাই করে গোশত নিয়ে গেছে দুর্বৃত্তরা

কাঠালিয়ায় গরু জবাই করে গোশত নিয়ে গেছে দুর্বৃত্তরা

কাঠালিয়ায় গরু জবাই করে গোশত নিয়ে গেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির কাঠালিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরির পর জবাই করে চামড়া ফেলে রেখে গোশত নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে উপজেলা চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেচঁরীর জমাদ্দার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

চুরি হওয়া গরুটির মালিক চেচঁরী রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমাদ্দার হাট এলাকার শামসুল হক ফরাজির ছেলে মো. ফারুক ফরাজি।

ফারুক ফরাজি জানান, তার গোয়ালে ছোট-বড় মিলিয়ে ৫টি গরু ছিল। রবিবার ভোরে ঘুম থেকে ওঠে দেখেন গোয়ালঘরের দরজা খোলা এবং একটি গরু নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে গরুর চামড়া ও ভুঁড়ি পড়ে আছে। সেখানে গিয়ে চামড়ার রং ও রশি দেখে গরুটি তাঁর বলে নিশ্চিত হন ফারুক ফরাজি।

স্থানীয়রা জানান, চোরচক্র রাতে কৃষকের গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, স্থানীয় মাংস বিক্রেতাদের সঙ্গে চোরচক্রের আঁতাত রয়েছে। জীবন্ত গরু নিয়ে ধরা পড়ার ভয়ে জবাই করে বস্তা ভরে মাংস নিয়ে কসাইদের কাছে বিক্রি করেছে তারা।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন,অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর শনাক্তের চেষ্টা চলছে। চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার।

অন্যান্য খবর : বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির নেতা শাহজাহান ওমরের রিমান্ড 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana