শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশুরিবুনিয়া গ্রামের ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার পূর্ব পাশের ভান্ডারিয়া উপজেলার সীমান্ত পর্যন্ত ( পশ্চিমের খাল) খালটি দীর্ঘি ৩০ বছরেও খনন না করা এবং স্থানীয় প্রভাবশালীরা খালের অনেক অংশ ভরাট বিভিন্ন স্থাপনা নির্মাণ ও গাছপালা রোপন করার কারণে প্রায় একশত একর জমিতে স্থায়ী জলবদ্ধতা দেখা দিয়েছে। এতে নষ্ট হচ্ছে ফসল। এছাড়া প্রতি শুস্ক মৌসুমে দেখা দেয় পানি তীব্র সংকট। জলাবদ্ধতা ও পানি সংকটের কারণে ভূক্তভোগী অর্ধশতাধিক কৃষক পরিবার চরম হতাশায় ভূগছে। গুরুত্বপূর্ণ এ খালটি খনন করে পানি চলাচলের উপযোগী করার জন্য বিভিন্ন দফতওে আবেদন করেও কোন সুফল পায়নি কৃষকরা।
একই এলাকার গৃহিনী মিনু বেগম ও পারুল বেগম বলেন, শুকনো মৌসুমে আমরা পানির অভাবে গোসল করাসহ রান্না-বান্নার কাজের খুবই কষ্ট হয়। আমাদের অনেক দূরে গিয়ে পানি আনতে হয়। এ ছাড়া জলবদ্ধতায় পানি নষ্ট হয়ে যাওয়ায় পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগ-বালাই পরিবারে লেগেই থাকে।
এলাকাব বাসিন্দা শাহজাদা জমাদ্দার জানান, আমাদের এ খালটি দীর্ঘ ৩০ বছরেও খনন না করায় শুস্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়, পানির মৌসুমে বিভিন্ন ডোবা ও নালায় পানি পঁেচ যাওয়ার এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হয়। তাই খালটি খননের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
দত্তের পশুরিবুনিয়া গ্রামের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাকারিয়া বলেন, দত্তের পশুরিবুনিয়া গ্রামের খালটি দীর্ঘদিন খনন না করায় শুস্ক মৌসুমে এলাকার মানুষে চরম পানি সংকট দেখা দেয়। তাই খালটি খনন করা প্রয়োজন।
পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস জানান, দত্তের পশুরিবুনিয়া গ্রামের খালটি খননের জন্য এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। খালটি সরকারি নকসাভুক্ত। এলাকাবাসী এ খালটি খননের পক্ষে।