বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কলেজ ছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় ২২ জন ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে হত্যা মামলা করেছেন নিহতের বাবা মো. শাহ আলম আকন লাল মিয়া। মামলায় উপজেলার আমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. মজিবর সিকদারকে আসামী করা হয়েছে। হত্যাকান্ডোর ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বিল ছোনাউটা গ্রামের মামলার প্রধান আসামী মো. আ. আলিম সিকদার, একই গ্রামের মো. আ. মালেক সিকদার, মো. সিরাজ হাওলাদার, মো. শাহজাহান হাওলাদার।
৯নং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য মো. ফারুক মিয়া জানান, আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে মামলার ভয়ে স্থানীয় অনেকেই গা ঢাকা দিয়েছে। ফলে এলাকা জনশূন্যে হয়ে পড়েছে।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, নির্বাচন পরবর্তী বিজয়ী ও পরাজিত দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে কলেজ ছাত্র আরিফ হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার তাৎক্ষনিক এজাহারভুক্ত চারজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার আমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি নির্বাচন পরবর্তী সহিংতায় বিজয়ী মেম্বর মজিবর রহমান ও পরাজিত প্রার্থী ফারুক মিয়ার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ফারুক মিয়ার সমর্থক আরিফ হোসেন নামের এক কলেজ ছাত্র নিহত হয়।