বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় কর্মীসভা করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্নফুলি গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক এম মনিরুজ্জামান মনির। শনিবার বিকেল ৫টায় উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের সভাকক্ষে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শহীদ রাজা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রুস্তম আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম মনিরুজ্জামান মনির।
আরও পড়ুন : স্ত্রীর স্বীকৃতির দাবিতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে কৃষি কর্মকর্তা
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম ফোরকান তালুকদার, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান মৃধা প্রমূখ। সভায় সঞ্চালনা করেন কাঠালিয়া সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মামুন হাওলাদার। এতে কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
অংশ নেন।