সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
কাঠালিয়া প্রতিনিধিঃ
গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঝালকাঠির কাঠালিয়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া মাঠে স্থানীয় যুব সমাজ এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। এ প্রতিযোগীতায় কাঠালিয়া, ভান্ডারিয়া, রাজাপুর, বরগুনা, বেতাগীসহ বিভিন্ন এলাকার ১৩টি ঘোড়া অংশ নেয়। ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় দেখতে নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশের্^ দাড়িয়ে ঘোড় দৌড় খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যামক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এমস আমিরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুস সালামসহ আরো অনেকে।
পরে প্রতিযোগীতায় মোঃ সোহাগ প্রথম, মোঃ মামুন দ্বিতীয় ও মোঃ কবিরকে তৃতীয় স্থান অধিকারী পুরস্কৃত করা হয়।