বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শাহআলীকে কুপিয়ে জখম করার অভিযোগ একই বাড়ীর মাহবুব হাওলাদারের বিরুদ্ধে । আজ শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ চেচরী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শাহআলী উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে। শাহআলীর মাথায় হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। এসময় তার পিতা সন্তানকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে অবস্থার অবনতি হলে বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।