শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন। গত বুধবার (১৮ মে’২২) শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন অর রশিদ তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন।
প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন সাবেক জেলা পরিষদের সদস্য, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা সুজনের সহ সভাপতি, উপজেলা শিক্ষা কমিটি ও আইন শৃংখলা কমিটির সদস্য। তিনি সদালাপি একজন বিশিষ্ট সমাজসেবক। এছাড়া কলেজ পর্যায়ে মনম্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ এবং সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. আ. সালাম শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন।