সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

কাঠালিয়ায় একই ব্যক্তির দু’নাম হওয়ায় গণশুনানি অনুষ্ঠিত

কাঠালিয়ায় একই ব্যক্তির দু’নাম হওয়ায় গণশুনানি অনুষ্ঠিত

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের মৃত ওয়েদ আলী হাওলাদারের পুত্র মোঃ রফেজউদ্দীন হাওলাদার ওরফে রফিক হাওলাদর। একই ব্যক্তির দুটি হওয়ায় ওয়ারিশদের মধ্যে বিরোধ দেখা দিলে এ নিয়ে আজ শনিবার (৮ জুলাই) বিকেলে স্থানীয় বান্ধাঘাটা বাজারে ইউপি সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি, জনপ্রতিনিধি. মহল্লাদার, শিক্ষক, ব্যবসায়ী ও সংবাদকর্মীসহ সংল্লিষ্ট ওয়ারিশগণের উপস্থিতিতে এক গণশুনাননি অনুষ্ঠিত হয়।

এ গণশুনানি পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম তালুকদার, আঃ ছত্তার কমান্ডার, সাবেক মহল্লাদার (চৌকিদার) মো. মোদাচ্ছের আলী হাওলাদার , আঃ ছালাম ফকির, মোঃ আব্দুল রাজ্জাক আকন, আঃ রহমান ফকির, মো. ইউনুচ আলী, মোঃ কালাম ফকির, মোঃ লিটন মৃধা, মো. কবির ফকির, মো. মহারাজ আকন, সাংবাদিক মো. শহীদুল আলম, মো. মতি মৃধা. খলিলুর রহমান, মো. ছোবাহান হাওলাদার, হরজত আলী মৃধা, আঃ হানিফ হাওলাদার, মো. মন্নান সরদার, মজিবর বিশ্বাস, মনোয়ারা বেগম, সবুরজান বেগম, মোতালেব মোঃ সেলিম হাওলাদার, এনায়েত হাওলাদার, মাছুম হাওলাদার, খোকন হাওলার, মোল্লা প্রমূখ।

আরও পড়ুন : দুই স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ, থানায় জিডি

গণশুনানি শেষে উপস্থিত সকলের স্বাক্ষ্য-প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, মৃত ওয়েদ আলী হাওলাদারের পুত্র মোঃ রফেজউদ্দীন হাওলাদার ওরফে রফিক হাওলাদর একই ব্যক্তি।

ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসন জানান, শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের মৃত ওয়েদ আলী হাওলাদারের পুত্র মোঃ রফেজউদ্দীন হাওলাদারের দইটি নাম হওয়ায় এ নিয়ে কতিপয় ওয়ারিশদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে গণশুনানির মাধ্যমে উহা নিস্পত্তি করা হয়। উপস্থিত সকলের স্বাক্ষ্য, প্রমাণ ও বিভিন্ন পর্যালোচনায় প্রতিয়মান হয় যে, রফেজউদ্দীন হাওলাদার ওরফে রফিক হাওলাদর একই ব্যক্তি।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana