বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ৭টি প্রতিষ্ঠানে দু’টি কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে মোট ৪৬ জন। এর মধ্যে শহীদ রাজা ডিগ্রী কলেজে ১৯ জন, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজে ১৬ জন, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজে ০৮ জন, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ০২ জন ও পশ্চিম ছিটকী স্কুল এ্যান্ড কলেজে ০১জন জিপিএ-৫ অর্জন করে।
এছাড়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ থেকে ২৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৬৫ জন পাস করেছে, পাসের হার ৯৫.২১%। আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে থেকে ২২৬ পরীক্ষায় অংশ নিয়ে ২২৩ জন পাস করেছে, পাশের হার ৯৮.৬৭%। মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজ থেকে ৮১ জন অংশ নিয়ে পাস করেছে ৮০ জন, পাসের হার ৯৮.৭৭%। কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩০ জন পাস করেছে, পাশের হার ৮৫.৭১%। পশ্চিম ছিটকী স্কুল এ্যান্ড কলেজ থেকে ৪১ জন অংশ নিয়ে পাস করেছে ৩৮ জন, পাসের হার ৯২.৬৮%। আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে থেকে ১৬ পরীক্ষায় অংশ নিয়ে ১৬ জন পাস করেছে, পাশের হার ১০০%। বানাই স্কুল এ্যান্ড কলেজ থেকে ০২ পরীক্ষায় অংশ নিয়ে ০২ জন পাস করেছে, পাশের হার ১০০%।
অপরদিকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা থেকে মোট ০১ জন জিপিএ-৫ পেয়েছে।