শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদের মাসিক সভা ও মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির এবং মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শিশির দাস, আমিরুল ইসলাম, মো. মুহমুদ হোসেন রিপন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।