শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ সংলগ্ন কাঠালিয়া মারকাজুন নুর কওমী মাদরাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার মাওলানা আহসানুল্লাহ খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আঃ জব্বার পীর সাহেব মধ্য কৈখালী, হাফেজ মাওলানা সুলতান আহমাদ খান।
আরও পড়ুন : কাঠালিয়ায় এতিমখানার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মুফতী বিন ইয়ামিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম সোলায়মান আল সাঈদের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল নেতা-কর্মীরা এ সম্মেলনে অংশনেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও দেখুন কাঠালিয়া বার্তা ফেসবুক পেজে Kathalia barta – কাঠালিয়া বার্তা