শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলাা পুরাতন সোনালী ব্যাংক ভবনের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। ঝালকাঠি ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. নান্নু কবির পলাশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম, ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস মিয়া, শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক আবদুল হালিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মডেল কেয়ারটেকার মো. আনিচুর রহমান, আবদুর রহমান প্রমূখ।
কাঠালিয়া উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর আয়োজন করে।