শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ২৫২ পিস ইয়াবাসহ স্বপন হাওলাদার নামের এক মাদক কারবারীকে আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত স্বপন হাওলাদার (৩২) কাঠালিয়া সদর ইউনিয়নের বড় কাঠালিয়া গ্রামের মনু হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসান উল্লাহর নেতৃত্ব একদল পুলিশ উপজেলার কচুয়া এলাকায় অভিযান চালিয়ে ৭পিস ইয়াবাসহ স্বপন হাওলাদার নামের এক মাদক কারবারীকে আটক করে। পরে আকটকৃত স্বপনের স্বীকারোক্তিতে তার বসত ঘর থেকে বিক্রির জন্য রক্ষিত আরো ২৪৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কাঠলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী কাঠালিয়া বার্তাকে বলেন, গ্রেপ্তারকৃত স্বপন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।