শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্কঃ
কাঠালিয়ায় আগুনে বসতঘর ও ঘরের আসবাবপত্র এবং মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের মৃত শামসু মীরের ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মৃত শামসু মীরের স্ত্রী ও তার স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িতে কেউ ছিল না। এসময় কেউ শত্রæতার জেড় ধরে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আগুনের খবর পেয়ে এসে দেখি ঘর পুড়ে যাচ্ছে। আমাদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিয়ন্ত্রণ না করতে পেরে বিষয়টি তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা আসলেও গাড়ি আগুনের স্থান পর্যন্ত পৌছাতে না পারায় ততক্ষনে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসত ঘর, ঘরের আসবাবপত্র ও টাকা পুড়ে ছাই হয়ে যায়। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা বলতে পারছি না। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত আগুনের স্থানে ছুটে যায়। তবে ওই বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়ার কোন রাস্তা না থাকায় যাওয়া সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।