শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ১৫ দিনব্যাপী আইসিটি (বেসিক) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলা ইউআইটিআরসিই প্রশিক্ষণ কেন্দ্র এ সমাপনী অনুষ্ঠিত হয়।
ইউআইটিআরসিই সহকারী প্রোগ্রামার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুণ-অর-রশীদ।
এসময় বক্তব্য রাখেন আইসিটি প্রশিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও সাগর সিংহ প্রমুখ।
কাঠালিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হয়।