সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট:
ঝালকাঠির কাঠালিয়ায় অটো চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় শাকিল হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। গত বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার বটতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। পরে আসামীর তথ্যের ভিত্তিতে পিরোজপুরের ভান্ডারিয়ার চড়াইল এলাকার সর্দার বাড়ির সামনে থেকে ইজিবাইক ও বরগুনার বামনা জয়নগর গ্রামের একটি পুকুর থেকে নাসিরের মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ও গ্রেপ্তারকৃত শাকিল হোসেনকে কাঠালিয়া থানায় হস্তান্তর করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-৮। গ্রেপ্তারকৃত শাকিল হোসেন আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গত সোমবার (২৮ ফেব্রæয়ারি) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের মো. নাসির উদ্দিন (৩৩) নামের এক অটো চালক দুপুরে খাবার খেয়ে নিজের চার্জার চালিত ইজিবাইক নিয়ে কাজের জন্য বাহির হয়। পরে রাত ১১ টার দিকে তার স্ত্রী নাসিরের কাছে ফোন করলে তার ফোন বন্ধ পায়। এ ঘটনায় ওই দিনই (২৮ ফেব্রæয়ারি) তার পরিবার কাঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে এবং বরিশাল র্যাব-৮ কে ঘটনা অবহিত করে নাসির উদ্দিন ও ইজিবাইক উদ্ধারের জন্য লিখিত অভিযোগ দেন। পরের দিন মঙ্গলবার (০১ মার্চ) বিকালে উপজেলার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়া বনে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালক মো. নাসির উদ্দিনের মরদেহ পওয়া যায়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব আরো জানায়, র্যাবের একটি অভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ৩ মার্চ কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাবের একটি চৌকস অভিযানিক দল মেজর মো. জাহাঙ্গীর আলম এবং এডি মো. রবিউল ইসলামের নেতৃত্বে বুধবার দিবাগত (৩ মার্চ) রাত ১টার সময় ঘটনার সাথে জড়িত হত্যাকারী আসামি মো. শাকিল হোসেনকে উপজেলার বটতলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, বুধবার দিবাগত (৩ মার্চ) রাত ১২টার পরে অটোচালক মো. নাসির উদ্দিনের হত্যার ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত (রিপোর্ট লেখা পর্যন্ত) গ্রেপ্তারকৃত আসামীকে হস্তান্তর করা হয়নি।
আরো পড়ুন: কাঠালিয়ায় নিখোঁজের একদিন পর হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার