সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একমাত্র সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ছৈলারচরে ভ্রমন পিপাসুদের পারাপারের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি ফাইভার বোর্ডের নৌকা প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ছৈলারচর আশার আলো সমাজ কল্যাণ পরিষদের সেচ্ছাসেবী কর্মীদের মাঝে উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির ও উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ভাইভার বোর্ড (ময়ূর পঙ্খী) প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, ইউপি চেয়ারম্যান মো. কমরুজ্জামান লিটন নকীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিষখালী নদীতে প্রাকৃতিকভাবে জেগেছে দৃষ্টিনন্দন ছৈলারচর। আকর্ষণীয় পর্যটন স্পটটি উপজেলার সদর ইউনিয়নের হেতালবুনিয়ায় মৌজার আওতাধীন। ১১০ একর জমির ওপর চরটি চারপাশ নদী দ্বারা বেষ্টিত। এখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। সড়ক পথে যাতায়তের কোন ব্যবস্থা ছিল না। উপজেলা প্রশাসনের উদ্যোগে নৌকা প্রদান করায় পর্যটকদের দীর্ঘ দিনের সড়ক পথে যোগাযোগের সমস্যা লাগব হবে বলে আশা স্থানীয়দের।