শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা শেষে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, কাঠালিয়া রূপালি ব্যাংকের ব্যবস্থাপক মো. নাঈমুর রহমান।
প্রধান শিক্ষক মরিয়ম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহীদুল আলম। এবং সঞ্চালনা করেন সাংবাদিক মহসীন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. এনামুল হক, সঞ্জিতা রানী প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অথিতিরা।