সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

কাঠালিয়ার সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

কাঠালিয়ার সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে। গত রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম তারেকের চেম্বারের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত জাকির হোসেন কবির হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে।  অবস্থার অবনতি হলে আজ (২ সেপ্টেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আহত বিএনপি নেতার ছেলে কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি মো. শান্ত হাওলাদার।  এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

আহত বিএনপি নেতা জাকির হোসেন কবির হাওলাদার জানান, গত রোববার আওয়ামী লীগ সরকারের সময় (গায়েবী) বিস্ফোরক মামলার হাজিরা দিতে কোর্টে যায়। হাজিরা শেষে তার আইনজীবী মো.তরিকুল ইসলাম তারেকের চেম্বারে বসে মামলার বিষয়ে আলোচনা হচ্ছিল। এসময় হঠাৎ করে ২০/২৫ জন দূর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারিরা তার চোঁখ মুখ ও নাকে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় দূর্বৃত্তরা বিএনপির নেতার মানিব্যাগে থাকা নগদ ১৯ হাজার ৭৮৪ টাকা, স্বর্ণের চেইন, ব্যাচলেটসহ গুরুত্বপুর্ন কাগজপত্র ছিনিয়ে নেয়।

তিনি আরো জানান, সম্প্রতি তার একটি চোঁখে অপারেশন হয়েছে। আঘাতে সেই চোঁখে রক্ত জমা হয়েছে।

হামলার নিন্দা জানিয়ে উপজেলার বিএনপির সাবেক যুগ্মসাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ জানান, জাকির হোসেন কবির হাওলাদার একজন স্বচ্ছ রাজনীতিবীদ তার ওপর এ ধরনের হামলা কারও কাম্য নয়। এর সঠিক বিচার হওয়া উচিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ উচ্ছ¦াস আহম্মদ জানান, চোঁখসহ তার শারীরিক অবস্থা ভালো না। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, সাবেক বিএনপি নেতার ওপর হামলার বিষয়টি শুনেছি। ঘটনাটি সদর থানায় সংগঠিত হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana