শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সমীর কুমার সাহা। সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে কলেজ পর্যায়ে তাকে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম সহ বাছাই কমিটির অন্যান্য সদস্যার উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ কলেজ শিক্ষক সমীর কুমার সাহা আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের দীর্ঘদিন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর দায়িত্বে ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। সে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা সদরের বাসিন্দা।