সোমবার, ০৫ মে ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর :
আলহামদুলিল্লাহ। উজ্জ্বল ভবিষ্যতের পথে একটি গৌরবোজ্জ্বল পদক্ষেপ রেখেছে তাসফিয়া (রুকাইয়া তাবাসসুম)। সম্প্রতি অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছে সে।
তাসফিয়া বর্তমানে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের পশ্চিম আউরা ৪৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। কোমল কণ্ঠে ছন্দময় উপস্থাপনা, স্পষ্ট উচ্চারণ ও আবেগময় পরিবেশনার জন্য বিচারকমণ্ডলী তার প্রশংসা করেন।
ওই গ্রামের বাসিন্দা তাসফিয়ার পিতা মো. মিজানুর রহমান ও মা সালমা সুলতানা জানান, “তাসফিয়ার এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ছোটবেলা থেকেই সে কবিতা ভালোবাসে। আমরা ওর পাশে থেকে প্রতিটি ধাপে উৎসাহ দিয়ে যাচ্ছি।”
বিদ্যালয়ের শিক্ষকগণ জানান, তাসফিয়া বরাবরই মেধাবী ও সৃজনশীল। তার এই অর্জন বিদ্যালয়ের জন্যও এক বড় গৌরব।
তাসফিয়ার এই সাফল্যে বিদ্যালয় পরিবার, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত এবং ভবিষ্যতে আরও উচ্চতর অর্জনের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।