শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মুজাহিদ কমিটি ও কারিমীয়া সাখাওয়াতীয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী ১১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও হালকায়ে জিকির উপজেলা মুজাহিদ কমিটির ছদর ও মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে শুরু হযেছে।
তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তাফসীর করবেন আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর, মুফাচ্ছেরে কুরআন মাওলানা মো. ফজলে বারী, মাওলানা মো. আ. হাই নেছারী, মুফাচ্ছেরে কুরআন মুফতি অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, মুফতি মো. রফিকুল ইসলাম, মাওলানা একেএম বেলাল হুসাইন, মাওলানা মো. মুছা বিন কাশেম, মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফী, মাওলানা মো. আবুল হাসান বুখারী, মাওলানা মুজাম্মদ আবদুল জব্বার পীর সাহেব কৈখালী, হাফেজ মাওলানা ইব্রাহিম আল জাদী প্রমূখ।
তাফসীরুল কুরআন মাহফিল চলবে ১৫.১৬,১৭,১৮ নভেম্বর পর্যন্ত।