রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের আওতায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) উপজেলা মৎস বিভাগের অভিযানে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে অভিযানে থানা পুলিশ ও মৎস অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জব্দকরা জালের বাজার মুল্য সারে চার লক্ষ টাকা।
পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ মাঠে এনে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয়। উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার বলেন,প্রতিদিনই অভিযান চলছে।