মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় ৬৯নং পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. সোলায়মান।
পশ্চিম ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অবনী ভূষন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইন উদ্দিন নিউটন।
বিশেষ অতিথি ছিলেন পশ্চিম ছিটকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শহিদুল আলম, পশ্চিম ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র হাওলাদার, পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. নাজমুন নাহার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সংগীতা সমাদ্দার, আল আমিন দর্জি, আবু হানিফ প্রমূখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপা মিত্রের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ।