শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বাস চাপায় এক হোটেল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ভান্ডারিয়া-কাঠালিয়া-বামনা-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের বান্দাঘাটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু তালুকদার (৫০)। তিনি উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের মৃত্যু ইসমাইল হোসেন তালুকদারের ছেলে এবং স্থানীয় বান্দাঘাটা বাজারের হোটেল ব্যবসায়ী ছিল।
স্থানীয় মাওলানা জালাল আহম্মেদ জানান, ফজরের নামাজ পড়াতে তালুকদার বাড়ী জামে মসজিদে যাবার সময় রাস্তায় পরে থাকতে দেখেন আবু তালুকদারকে।
স্থানীয় ইউপি মেম্বার মো.সেলিম তালুকদার জানান, আবু তালুকদার সোমবার ভোরে স্থানীয় বান্দাঘাটা বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। মাওলানা জালাল আহম্মেদের বাড়ীর সামনে পৌছালে পিছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের বান্দাঘাটা এলাকায় ব্যবসায়ী আবু তালুকদারকে পিছন থেকে আসা একটি দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা রাস্তা আটকে বিক্ষোভ করে। খবর পেয়ে আমি তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি। পরে থানা পুলিশের সহয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হই।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো.নাসির উদ্দিন সরকার জানান, বাস চাপায় এক ব্যবসায়ী মারা গেছেন। বাস ও ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।