সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় জাফর খান হত্যা মালায় যড়যন্ত্রমূলকভাবে দুই ব্যক্তিকে আসামী করে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার উত্তর চড়াইল পঞ্চায়েতের হাট এলাকায় ( রাজাপুর-কাঠলিয়া সড়কে) ঘণ্টাব্যাপি এ বিক্ষোভ ও মানববন্ধনে ভুক্তভোগীদের পরিবারসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাফর খান হত্যা মামলার ৫নং আসামী কাওসারের স্ত্রী শাহিদা বেগম, কাওসারের ভাই আলতাফ হোসেন, কাওসারের ভাবি তানিয়া বেগম, রিনা বেগম ও মামলার ৯নম্বর আসামী সুমনের স্ত্রী কুনসুম বেগম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি তাদের প্রতিবেশী জাফর খানকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু স্থানীয় একটি মহলের সাথে দীর্ঘদিন ধরে মামলা ও পূর্ব বিরোধ থাকায় ওই মামলায় যড়যন্ত্রমূলক ভাবে ফাসানোর জন্য কাওসার ও সুমনকে আসামী করা হয়েছে।
এ ঘটনার সময় তারা কেহই এলাকা ছিল না বা এ হত্যার ঘটনায় কোন ভাবে জড়িত বা সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাদের মামলায় জড়িয়ে হয়রানি করে এলাকা ছাড়া করা হয়েছে। তাই এ মামলা থেকে তাদের দুজনের নাম প্রত্যাহারসহ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের কঠোর শাস্তি দাবি করা হয় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে।