শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

কাঠালিয়ায় মসজিদের জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মুসল্লীদের মানববন্ধন

কাঠালিয়ায় মসজিদের জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মুসল্লীদের মানববন্ধন

কাঠালিয়ায় মসজিদের জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মুসল্লীদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বান্দাঘাটা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদে দানকৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়াগেছে। দখলকৃত জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মসজিদের মুসল্লীরা আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

এসময় বক্তব্য রাখেন মসজিদের মুসল্লী মো. ফোরকান হাওলাদার, আবুল কালাম, আবু সালাম, ও মসজিদের ইমাম হাফেজ গোলাম মোস্তফা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২৪ বছরের অধিক সময় ধরে মসজিদের নামে দানকৃত জমি প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। মসজিদের নামে লাখ লাখ টাকার সম্পত্তি থাকলেও মসজিদের ইমামের ১৬ মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে। অর্থের অভাবে মোয়াজ্জিন নিয়োগ দেওয়া যাচ্ছে না। তাই মুসল্লীরা একত্রিত হয়ে মসজিদের বেদখলীয় সম্পত্তি উদ্ধারের দাবিতে এই মানববন্ধন করছেন।

বক্তারা আরো বলেন, মসজিদের জমি দখল করে আছেন স্থানীয় আবু হানিফ, বশির আহম্মেদ, মো. ইউসুফ আকন, হাফেজ আব্বাস আলী বাবুল ও আব্দুল রাজ্জাক আকন নামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। যাতে দ্রæত সময়ের মধ্যে মসজিদের সম্পত্তি দখলমুক্ত হয় এবং মসজিদটি সুন্দরভাবে চলতে পারে তার দাবি জানান। এ বিষয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আবু হানিফ জানান, মসজিদের জমি মসজিদের আছে। ইউএনও স্যার এসে জমি মেপে দেখবেন আছে কিনা তা না থাকলে জমি দাতাদের সাথে কথা বলবেন। যদি কম থাকে তবে তারা (দাতারা) পূরণ করে দিবেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana