বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের রোগ মুক্তি কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে উপজেলার সদরের বাইপাস মোড়ে সংলগ্ন আওয়ামী লীগ ক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করে কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ।
এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এতে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দারের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. রোকন সিকদারের সঞ্চালনা করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মিজানুর রহমান ও মাওলানা মোঃ মোজ্জামমেলুল, মাওলানা মোঃ খাইরুল আমিন ছগির।
উল্লেখ্য, সংসদ সদস্য ব্যারিষ্টার এম. শাহজাহান ওমর বীর উত্তম বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।