মঙ্গলবার, ২৪ Jun ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইদ্রিস আলম গাজী (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৬ এপ্রিল) উপজেলার আমুয়া নতুন বন্দরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাকে কোর্টে চালান করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে থানার ওসি মংচেনলা বলেন, ভোরে আমুয়া বন্দরের নিজ বাসা থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক ব্যবসায়ী ইদ্রিস আলম গাজীকে গ্রেফতার করা হয়। বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে কোর্টে প্রেরণ করা হয়েছে।