মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ও আলোচনাসভার আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে বীর মুক্তিযোদ্ধা সিকদার মো. ফারুক যুব ও ক্রীড়া সংঘের সভাকক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজর সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস অ্যাম্বাসাডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অর্ডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান ও জেলা পরিষদের সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন অপু।
সভায় বক্তব্য দেন কাঁঠালিয়া বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মো. সিয়াম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, সহসভাপতি মো. ফায়জুল্লাহ, শিক্ষক মো. আবদুর রহিম, সংঘের সদস্য মো. রফিক, মো. সাগর ও মো. রাতুল হোসেন প্রমুখ।
আলোচনাসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শুভসংঘের সহসভাপতি মো. সোহাগ মুন্সী। পরে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।