মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়া খালে পেনে মাছ চাষ প্রদর্শনীর ২০২১-২২ অর্থ বছরের চূড়ান্ত মৎস্য আহরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পশ্চিম শৌলজালিয়া বিএডিসি কর্তৃক খননকৃত খাল থেকে এ মৎস্য আহরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খান, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান বশির, ইউপি সদস্য সৈয়দ আঃ কাইউম, মো. পনির হাওলাদার, প্রদর্শনীর সভাপতি মো. নুরুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।