শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া হলতা নদী থেকে মো. সৌরভ মোল্লা এর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় সৌরভ। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে বরিশালের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।
মৃত সৌরভ মোল্লার বাবার নাম মো. হানিফ মোল্লা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।