বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, থানা, উপজেলা আওয়ামী লীগ, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন।
পরে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নিবার্হী অফিসার মো. নেছার উদ্দিন ও থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই স্থানে পুলিশ ,আনছার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও সুর্য্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী মধ্যে দিয়ে দিবসের সুচনা করা হয়।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, সকল ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সূধি ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থি ছিলেন।