সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম এর সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার তার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সহসভাপতি সিনিয়র শিক্ষিকা সেলিনা বেগম পাপরী, সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, সদস্য অধ্যক্ষ রেহানা খান, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, সিনিয়র শিক্ষিকা মোছা. ছালমা পারভীন ও মো. খাইরুল ইসলাম।
মতবিনিময়ের শুরুতে নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। পরে কাঠালিয়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।